আউলিয়ায়ে কেরামের প্রতি বিশ্বাস

 আউলিয়ায়ে কেরামের প্রতি বিশ্বাস


নবুওয়াত সমাপ্ত হয়েছে। এরপর কোন নবির সম্ভবনা নেই। কিন্তু বেলায়াত কিয়ামত পর্যন্ত থাকার ফলে হাজার হাজার ওলী হবেন।

১.ওলীদের কারামাত সত্য। আল্লামা ইবনে হাজার মক্কী (رحمة الله) বলেন-

كرامات الْأَوْلِيَاء حق عِنْد أهل السّنة وَالْجَمَاعَة خلافًا للمخاذيل الْمُعْتَزلَة والزيدية،

-‘‘ওলীদের কারামাত সত্য, এটাই আহলুস্ সুন্নাহ ওয়াল জামাতের আক্বিদা। আর এর বিরোধীগণ বাতিল তথা মুতাযিলা, জায়েদিয়া, মুখাজেল ফিতনার অন্তর্ভুক্ত...।’’ ➤ইবনে হাজার মক্কী, ফাতওয়ায়ে হাদিসিয়্যাহ, ১/৭৮ পৃষ্ঠা, মাকতুবাতুল তাওফিকহিয়্যাহ, বয়রুত, লেবানন।


২.বেলায়াতের মূল হলেন নবি। কেননা একজন ব্যক্তি কোন নবির অনুসরণ ব্যতীত ওলী হতে পারেন না। ফলে যাঁর অনুসরণ করা হয়, তিনি অধিক মর্যাবান হবেন এটাই স্বাভাবিক। ইমাম ত্বাহাবী (رحمة الله) বলেন-

وَلَا نُفَضِّلُ أَحَدًا مِنَ الْأَوْلِيَاءِ عَلَى أَحَدٍ مِنَ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ السَّلَامُ وَنَقُولُ: نَبِيٌّ وَاحِدٌ أفضل من جميع الأولياء

-‘‘আমরা (আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের অনুসারীরা)  কোন ওলীকে নবির উপর ফযিলত তথা মর্যাদা দেইনা। আর আমরা বলি একজন নবি সকল ওলী হতেও অধিক মর্যাদাবান।’’ 

➤ইমাম তাহাবী, আকিদাতুত তাহাবী, ১/৮৩ পৃষ্ঠা,

Post a Comment

نموذج الاتصال