আহলে সুন্নাতের আকিদা (মূলনীতি)
প্রথম অধ্যায়ঃ
- আক্বিদা বলতে কী বুঝায়?
- আক্বিদা দুরস্ত করা কেন প্রয়োজন?
- সর্বপ্রথম ঈমানের জ্ঞান শিক্ষা করা ফরয।
- একমাত্র আক্বিদা শুদ্ধ ঈমানদাররাই জান্নাতে প্রবেশ করবে।
দ্বিতীয় অধ্যায়ঃ
- আহলুস্ সুন্নাহ ওয়াল জা‘মাআতই একমাত্র নাজাত প্রাপ্ত দল।
- পবিত্র কুরআনে আহলে সুন্নাহ ওয়াল জামাত।
- হাদিসের আলোকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রমাণ।
- আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ।
- আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকায়েদের ইমাম কে?
- মাযহাব অস্বীকারকারীরা কি আহলে সুন্নাহ ওয়াল জামা‘আত?
তৃতীয় অধ্যায়ঃ
- আল্লাহ তা‘য়ালার কী সৃষ্টির মত আকৃতি রয়েছে ?
- আল্লাহকে হাজির নাজির বা স্বশরীরে সর্বত্র বিরাজমান ধারণা প্রসঙ্গ।
- আল্লাহর আকৃতিতে আদম (عليه السلام) কে বানানো প্রসঙ্গ।
- আল্লাহ পাক মিথ্যা থেকে পবিত্র।
- আল্লাহকে আরশে সমাসীন বলা প্রসঙ্গ।
- মহান আল্লাহর কাছে কোন কিছু গোপন নেই।
- স্বপ্নে আল্লাহকে দেখা প্রসঙ্গ।
চতুর্থ অধ্যায়ঃ
- নবিদের সম্পর্কে আক্বিদা।
- সমস্ত নবীগণ নিষ্পাপ ছিলেন।
- সমস্ত নবীগণ (আ.) তাদের কবরে জীবিত।
- এক নজরে তাদের সম্পর্কে আরও কিছু আক্বিদা।
পঞ্চম অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ) সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা।
- ১.মহান আল্লাহ রাসূল (ﷺ) কে সর্বপ্রথম সৃষ্টি করেছেন।
- ২. রাসূল (ﷺ) হযরত আদম (عليه السلام)‘র বহু আগেই সৃষ্ট।
- ৩. তিনিই সৃষ্টির কেন্দ্রবিন্দু; তাঁর উসিলায় জগত সৃষ্ট।
- ৪. রাসূল (ﷺ)‘র সৃষ্টি অন্যান্য সৃষ্টির মতো নয়।
- ৫. রাসূল (ﷺ)‘র পিতামাতা মু‘মিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
- ৬.আল্লাহ পাক রাসূলুল্লাহ (ﷺ) কে অন্যান্য নবী (আ.) থেকে বেশি ইলমে গায়েব দান করেছেন।
- ৭. রাসূল (ﷺ) নিরক্ষর ছিলেন না।
- ৮.স্বয়ং আল্লাহ তা‘য়ালা নিজেই রাসূল (ﷺ) কে কুরআন শিক্ষা দিয়েছেন।
- ৯. চাঁদ ও সূর্যের আলোতে রাসূল (ﷺ)‘র ছায়া জমিনে পড়ত না।
- ১০.রাসূল (ﷺ) এর মি‘রাজ জাগ্রত অবস্থায় হয়েছিল।
- ১১.মি’রাজের সময়ের বিষয়ে সঠিক আক্বিদা।
- ১২.রাসূল (ﷺ) স্বশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহ তা‘য়ালাকে স্বচক্ষে অবলোকন করেছেন।
- ১৩.রাসূল হায়াতুন্নবি (ﷺ) হিসেবে এখনও রওজা শরিফে আছেন।
- ১৪.রাসূলুল্লাহ (ﷺ) ওফাতের পরেও তেমন; যেমন হায়াতে জিন্দেগীতে ছিলেন।
- ১৫. রাসূল (ﷺ) যেখানে ইচ্ছা সেখানে পরিভ্রমণ করতে পারেন।
- ১৬. রাসূল (ﷺ) এর দৃষ্টিতে সব কিছু হাযির ও নাযির।
- ১৭.রাসূল (ﷺ) এর রওজা জিয়ারত একটি বরকতময় আমল।
- ১৮.হুযুর (ﷺ) এর শাফায়াত সত্য।
- ১৯.নবীজী (ﷺ) এর শাফায়াত ও অন্যান্যদের সুপারিশ।
- ২০.রাসূল (ﷺ)‘র আগমনের দিনে ঈদ উদযাপন করা বৈধ।
৬ষ্ঠ অধ্যায়ঃ
সাহাবায়ে কেরাম সম্পর্কিত আকিদাঃ
সাহাবায়ে কেরাম সম্পর্কিত আকিদাঃ
- আমীরে মুয়াবিয়া (رضي الله عنه) ও মাওলা আলী (رضي الله عنه) এর মধ্যকার যুদ্ধ ছিল ইজতিহাদগত ভুল বুঝাবুঝি।
- খোলাফায়ে রাশেদীনের বিষয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা।
- সমস্ত সাহাবিরা সত্যের মাপকাঠি বা ন্যায়পরায়ণ ছিলেন।
সপ্তম অধ্যায়ঃ