সহিহ মুসলিম শরিফ

 


সহীহ মুসলিম (আরবিصحيح مسلمহাদিস বিষয়ক একটি সুপ্রসিদ্ধ গ্রন্থ। এটি কুতুব আল-সিত্তাহ অর্থাৎ হাদীস বিষয়ক প্রধান ছয়টি গ্রন্থের দ্বিতীয় গ্রন্থ।


সহিহ মুসলিমের ভূমিকায় প্রায় 5,500 - 7,500টি হাদিস বর্ণনা এবং 56টি বই রয়েছে। [ 1 ] এতে প্রায় 7,500টি হাদিস বর্ণনা এবং 56টি বই রয়েছে। কাতিপ চেলেবি (মৃত্যু 1657) এবং সিদ্দিক হাসান খান (মৃত্যু 1890) উভয়েই 7,275টি বর্ণনা গণনা করেছেন। মুহাম্মদ ফুয়াদ আবদুল বাকী লিখেছেন যে পুনরাবৃত্তি বিবেচনা না করেই 3,033টি বর্ণনা রয়েছে। [ 2 ] মাশহুর ইবনে হাসান আল সালমান, আল-আলবানীর একজন ছাত্র (মৃত্যু 1999), এই সংখ্যার উপর ভিত্তি করে 7,385টি মোট বর্ণনা গণনা করেছেন, যা ভূমিকায় দশটির সাথে মিলিত হয়ে মোট 7,395টি যোগ করে। [ 2 ] মুসলিম তার হাদীসের সংগ্রহের একটি ভূমিকা লিখেছিলেন, যেখানে তিনি তার সহীহতে অন্তর্ভুক্ত করার জন্য যে হাদীসটি বেছে নিয়েছিলেন তা বেছে নেওয়ার পিছনে যুক্তি ব্যাখ্যা করেছিলেন।


সহিহ মুসলিম শরিফ পরতে নিচের (Click Here) বাটন এ ক্লিক করে (Ok) বাটন এ ক্লিক করুন।


★ মুসলিম শরিফ ১ম খন্ড Click Here

★ মুসলিম শরিফ ২য় খন্ড Click Here

★ মুসলিম শরিফ ৪র্থ খন্ড  Click Here
★ মুসলিম শরিফ ৫ম খন্ড Click Here

★ মুসলিম শরিফ ৬ষ্ঠ খন্ড Click Here







Post a Comment

نموذج الاتصال