সাজ সজ্জা

 আয়না দেখার দু’আ

اَ لْحَمْدُ لِلّٰهِ اَللّٰهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِيْ فَحَسِّنْ خُلُقِيْ

উচ্চারণ :

আলহামদু লিল্লাাহি আল্লাাহুম্মা কামাা হাসসানতা খলক্বী ফাহাসসিন খুলুক্বী।

অর্থ :

সকল প্রশংসা আল্লাহর, হে আল্লাহ্‌! আপনি আমাকে যেরূপ সুন্দর চেহারা দান করেছেন তদ্রূপ আমার স্বভাব- চরিত্রকেও সুন্দর করে দিন।

ফজিলত :

সকল প্রশংসা আল্লাহর, হে আল্লাহ্‌! আপনি আমাকে যেরূপ সুন্দর চেহারা দান করেছেন তদ্রূপ আমার স্বভাব- চরিত্রকেও সুন্দর করে দিন।

ٖاَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ كَسَانِىْ مَا اُوَارِيْ بِهٖ عَوْرَتِـيْ وَاَتَجَمَّلُ بِهٖ فِيْ حَيَاتِيْ

উচ্চারণ :

আলহামদু লিল্লাা হিল্লাযী কাসাানী মাা উ ওয়াারী বিহী ‘আউরতী ওয়া আতা জামমালু বিহী ফী হায়াাতী।

অর্থ :

সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমাকে কাপড় পরিধান করাইয়াছনে, এই কাপড় দ্বারা আমি আমার ছতর ঢাকি এবং আপন জিন্দেগিতে উহা দ্বারা সাজসজ্জা হাসিল করি।

ফজিলত :

সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি আমাকে কাপড় পরিধান করাইয়াছনে, এই কাপড় দ্বারা আমি আমার ছতর ঢাকি এবং আপন জিন্দেগিতে উহা দ্বারা সাজসজ্জা হাসিল করি।

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلا قُوَّةٍ.

উচ্চারণ :

আলহামদু লিল্লাা হিল্লাযী কাসাানী হাাযাস সাউবা ওয়া রযা ক্বনীহি মিন গইরি হাওলিম মিন্নী ওয়ালাা কুউওয়াহ।

অর্থ :

সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোষাক পরিধান করাইয়াছেন এবং আমার চেষ্টা ও সামর্থ্য ছাড়া আমাকে ইহা নসীব করিয়াছেন।

ফজিলত :

সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাকে এই পোষাক পরিধান করাইয়াছেন এবং আমার চেষ্টা ও সামর্থ্য ছাড়া আমাকে ইহা নসীব করিয়াছেন।

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ ، أَسْأَلُكَ مِنْ خَيْرِهِ وَخَيْرِ مَا صُنِعَ لَهُ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

উচ্চারণ :

আল্লাহুম্মা লাকাল হামদু আংতা কাসাওতানিহি আস’আলুকা মিন খাইরিহি ওয়া খাইরিমা ছুনি’য়া লাহু ওয়া আঊযুবিকা মিন শাররিহি ওয়া শাররি-মা ছুনি’য়া লাহ।

অর্থ :

হে আল্লাহ! আপনারই সকল প্রশংসা, আপনিই আমাকে এই পোশাকটি পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও মঙ্গল প্রর্থনা করছি এরং এর উদপাদনের মধ্যে যত কল্যাণ ও মঙ্গল রয়েছে তা প্রার্থনা করছি। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অকল্যাণ থেকে এবং এর উৎপাদনের মধ্যে যা কিছু অকল্যাণলকর রয়েছে তা থেকে।

ফজিলত :

হে আল্লাহ! আপনারই সকল প্রশংসা, আপনিই আমাকে এই পোশাকটি পরিধান করিয়েছেন। আমি আপনার কাছে এর কল্যাণ ও মঙ্গল প্রর্থনা করছি এরং এর উদপাদনের মধ্যে যত কল্যাণ ও মঙ্গল রয়েছে তা প্রার্থনা করছি। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অকল্যাণ থেকে এবং এর উৎপাদনের মধ্যে যা কিছু অকল্যাণলকর রয়েছে তা থেকে।

تُبْلِي وَيُخْلِفُ اللهُ تَعَالَى

উচ্চারণ :

তুবলি ওয়া ইয়ুখলিফুল্লাহু তায়ালা।

অর্থ :

এই পোশাক তোমার দেহেই পুরাতন ও জীর্ণ হয়ে যাক এবং মহান আল্লাহ এর পরিবর্তে অন্য পোশাক তোমাকে দান করুন।

ফজিলত :

এই পোশাক তোমার দেহেই পুরাতন ও জীর্ণ হয়ে যাক এবং মহান আল্লাহ এর পরিবর্তে অন্য পোশাক তোমাকে দান করুন।

اِلْبَسْ جَدِيْدًا. وَعِشْ حَمِيْدًا. وَمُتْ شَهِيْدًا

উচ্চারণ :

ইলবাস জাদী দান ওয়া ‘ইশ হামী দান ওয়া মুত শাহী দান।

অর্থ :

তুমি নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন লাভ করো এবং শহীদি মৃত্যুবরণ করো। (অর্থাৎ আল্লাহ যেন তোমাকে এ সকল নেয়ামত দান করেন।

ফজিলত :

তুমি নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন লাভ করো এবং শহীদি মৃত্যুবরণ করো। (অর্থাৎ আল্লাহ যেন তোমাকে এ সকল নেয়ামত দান করেন।

Post a Comment

نموذج الاتصال