হাশরে শুধু নবীজী শাফায়াত করবেন শুধু তাই নয়, বরং রাসূল (ﷺ) আরও অনেককে সুপারিশ করার ক্ষমতা দিবেন।
হযরত উসমান (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ) ইরশাদ ফরমান-
عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَشْفَعُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةٌ: الْأَنْبِيَاءُ، ثُمَّ الْعُلَمَاءُ، ثُمَّ الشُّهَدَاءُ
-‘‘কিয়ামতের ময়দানে তিন ধরনের মানুষই সুপারিশ করবে, নবীগণ, তারপর আলেমগণ এবং তারপর আল্লাহর রাস্তায় শহীদগণ।’’
➤ ইমাম ইবনে মাজাহ : আস-সুনান : ২/১৪৪৩ পৃষ্ঠা, হাদিস : ৪৩১৩, ইমাম জালালুদ্দীন সুয়তী : জামেউস-সগীর : ২/৭১৪ পৃষ্ঠা, হাদিস : ১০০১১, আহলে হাদিস আলবানী : দ্বঈফাহ : হাদিস : ১৯৭৮, আযলূনী : কাশফুল খাফা : ২/৩৬৫ পৃষ্ঠা, হাদিস : ৩২৫৯, খতিব তিবরিযী : মেশকাত : বাবুল হাওজওয়া শাফায়াত : ৩/৩১৮ পৃষ্ঠা, হাদিস নং : ৫৬১১, বায়হাকী : শুয়াবুল ঈমান : ২/২৬৫ পৃষ্ঠা, হাদিস : ১৭০৭, মুত্তাকী হিন্দী : কানযুল উম্মাল : ১০/১৫৯ পৃষ্ঠা, হাদিস : ২৮৭৭০
বিভিন্ন হাদিসে আরও অনেক লোকদের বর্ণনা রয়েছে। ➤এ বিষয়ে বিস্তারিত জানতে আমার লিখিত ‘‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’’ ২য় খন্ড দেখুন।
উক্ত হাদিসটিকে নবম শতাব্দীর মুজাদ্দেদ ইমাম হাফেয জালালুদ্দীন সুয়ূতি বলেন হাদিসটি “হাসান”। অনুরূপভাবে আল্লামা আযলূনী, ইমাম বায়হাকীও গ্রহণযোগ্য বলে মেনে নিয়েছেন।