দুলা ও দুলহানকে এভাবে দু’আ দেবে
بَارَكَ اللهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِىْ خَيْرٍ.
উচ্চারণ :
বাারকাল্লাাহু লাকা ওয়া বাা রাকা ‘আলাইকা ওয়া জামা‘আ বাইনাকুমাা ফী খইর।
অর্থ :
আল্লাহ পাক তোমাকে বরকতপূর্ণ করুন এবং তোমার উপর বরকত অবতীর্ণ করুন এবং তোমাদের উভয়কে মঙ্গলময় সম্পর্ক দান করুন।
ফজিলত :
আল্লাহ পাক তোমাকে বরকতপূর্ণ করুন এবং তোমার উপর বরকত অবতীর্ণ করুন এবং তোমাদের উভয়কে মঙ্গলময় সম্পর্ক দান করুন।
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ مِنْ خَيْرِهَا وَخَيْرِ مَا جَبَلْتَ عَلَيْهِ . وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَ عَلَيْهِ.
উচ্চারণ :
আল্লাাহুম্মা ইন্নী আস আলুকা মিন খইরি হাা ওয়া খইরি মাা জাবালতা ‘আলাইহি ওয়া আ‘ঊযুবিকা মিন শাররি হাা ওয়া শাররি মাা জাবালতা ‘আলাইহি।
অর্থ :
হে আল্লাহ! আমি আপনার নিকট এ বিবির কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন, তা প্রার্থনা করছি এবং বিবির অনিষ্টতা এবং যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানাহ চাচ্ছি।
ফজিলত :
হে আল্লাহ! আমি আপনার নিকট এ বিবির কল্যাণ এবং যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন, তা প্রার্থনা করছি এবং বিবির অনিষ্টতা এবং যে অনিষ্টতার উপর তাকে সৃষ্টি করেছেন তা থেকে পানাহ চাচ্ছি।
بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا.
উচ্চারণ :
বিসমিল্লাাহি আল্লাাহুম্মা জান্নিবনাাশ শাইত্বাানা ওয়া জান্নিবিশ শাইত্বাানা মাা রযাক্বতানাা।
অর্থ :
আল্লাহর নামের সাথে শুরু করছি। হে আল্লাহ! আপনি আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন এবং আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান হতে রক্ষা করুন।
ফজিলত :
আল্লাহর নামের সাথে শুরু করছি। হে আল্লাহ! আপনি আমাদেরকে শয়তান হতে রক্ষা করুন এবং আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাকে শয়তান হতে রক্ষা করুন।
اَللّٰهُمَّ لَا تَجْعَلْ لِلشَّيْطَانِ فِيْمَا رَزَقْتَنَا نَصِيْبًا.
উচ্চারণ :
আল্লাাহুম্মা লাা তাজ‘আল লিশ শাইত্বাানি ফী মাা রযাক্বতানাা নাসীবাা।
অর্থ :
হে আল্লাহ! আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাতে শয়তানের কোনো অংশ রাখবেন না।
ফজিলত :
হে আল্লাহ! আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন তাতে শয়তানের কোনো অংশ রাখবেন না।
رَبِّ ہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ
উচ্চারণ :
রাব্বি হাবলী মিল্লাদুনকা যুররিইয়াতান ত্বইয়্যিবাতান, ইন্নাকা সামি’উদ দু’য়া-ই।
অর্থ :
হে, রব! আমাকে তুমি তোমার নিকট হতে নেক বংশধর দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
ফজিলত :
হে, রব! আমাকে তুমি তোমার নিকট হতে নেক বংশধর দান কর। নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী।
رَبِّ اجْـعَـلْـنِـىْ مُـقِـيْـمَ الصَّـلـوةِ وَمِـنْ ذُرِّيَّـتِـىْ ق رَبَّـنَـا وَتَـقَـبَّـلْ دُعَـاءِ
উচ্চারণ :
রাব্বিজা’আল্নি মুক্বীমাস সালা-তি ওয়া মিন্ যুররিয়্যাতী, রাব্বানা ওয়া তাক্বাব্বাল দু’আ।
অর্থ :
হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হতেও। প্রভু হে! আমার প্রার্থনা মঞ্জুর কর।
ফজিলত :
হে আমার প্রতিপালক! আমাকে সালাত কায়েমকারী কর এবং আমার বংশধরদের মধ্য হতেও। প্রভু হে! আমার প্রার্থনা মঞ্জুর কর।
رَبِّ ارْحَـمْـهُـمَـا كَـمَـا رَبَّيَانِي صَـغِـيْـرًا
উচ্চারণ :
রব্বির হাম্ হুমা কামা রব্বা ইয়ানি সগিরা
অর্থ :
হে আমাদের প্রতিপালক! তাদের উভয়ের (পিতা-মাতার) প্রতি দয়া কর যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।
ফজিলত :
হে আমাদের প্রতিপালক! তাদের উভয়ের (পিতা-মাতার) প্রতি দয়া কর যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।
اَللّٰهُمَّ أَلْقِهِ الْحِكْمَةَ وَالْعِلْمَ وَالْبَرَكَةْ
উচ্চারণ :
আল্লাহুম্মা আলকিহিল হিকমাতা, অল এলমা অলবারাকাত।
অর্থ :
হে আল্লাহ আপনি তাকে হেকমত,জ্ঞান এবং বরকত দান করুন।
ফজিলত :
হে আল্লাহ আপনি তাকে হেকমত,জ্ঞান এবং বরকত দান করুন।
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ :
রব্বি হাবলী মিনাছ ছ-লিহিন।
অর্থ :
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক নেক সন্তান দান কর।
ফজিলত :
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক নেক সন্তান দান কর।
ُ رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
উচ্চারণ :
রব্বি লা-তাজারনি- ফারদাও ওয়া অাংতা খইরুল ওয়া-রিছি-ন।
অর্থ :
হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না/ নিঃসন্তান করো না। তুমি তো উত্তম ওয়ারিশ।
ফজিলত :
হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না/ নিঃসন্তান করো না। তুমি তো উত্তম ওয়ারিশ।
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
উচ্চারণ :
আ‘ঊযু বিকালিমা-তিল্লা-হিত তা-ম্মাতি মিন কুল্লি শাইতানিওঁ ওয়া হা-ম্মাহ, ওয়ামিন কুল্লি আইনিল্লা-ম্মাহ্।
অর্থ :
আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে।
ফজিলত :
আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে।
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ
উচ্চারণ :
আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ।
অর্থ :
আল্লাহর পক্ষ হতে তোমাদের উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হউক
ফজিলত :
আল্লাহর পক্ষ হতে তোমাদের উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হউক
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَاماً
উচ্চারণ :
রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-
অর্থ :
হে আমাদের রব! তুমি আমাদেরকে এমন স্ত্রী-সন্তান দান কর যাদের দর্শনে আমাদের চক্ষুশীতল হয়ে যাবে। তুমি আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম (অভিভাবক) বানিয়ে দাও। Our Lord! Grant unto us wives and offspring who will be the comfort of our eyes, and give us (the grace) to lead the righteous.
ফজিলত :
হে আমাদের রব! তুমি আমাদেরকে এমন স্ত্রী-সন্তান দান কর যাদের দর্শনে আমাদের চক্ষুশীতল হয়ে যাবে। তুমি আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম (অভিভাবক) বানিয়ে দাও। Our Lord! Grant unto us wives and offspring who will be the comfort of our eyes, and give us (the grace) to lead the righteous.