অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলিল (রাঃ)

 


মুহাম্মদ  আব্দুল জলিল 

বাংলাদেশের একজন ইসলামী রাজনীতিবিদ। তিনি হাফেয এম.এ জলিল ও অধ্যক্ষ এম.এ জলিল নামেও পরিচিত। তিনি একজন লেখক, গবেষক, অনুবাদক এবং ইসলামিক স্কলার ছিলেন। মৃত্যুর আগে তিনি ২০০০ সাল থেকে ২০০৮ পর্যন্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।


মুহাম্মদ  আব্দুল জলিল লিখিত দুইটি কিতাব। 


➡️ কেরামত এ গাউসুল আজম 📚

➡️ মিলাদ ও কিয়ামের বিধান 📚

➡️ Videos 📚

Post a Comment

نموذج الاتصال