আবু আবদিল্লাহ মুহাম্মাদ ইবনে ইয়াজিদ ইবনে মাজাহ আল-রাবি আল-কুয়াজুইনী (আরবি: ابو عبد الله محمد بن يزيد بن ماجه الربعي القزويني), সাধারণতঃ ইবনে মাজাহ নামে পরিচিত, মধ্যযুগের ইরানি হাদীস বিশারদ।তিনি হাদিস বিষয়ক ছয়টি প্রধান গ্রন্থের সর্বশেষটি, সুনান-এ-ইবনে মাজাহ-এর সংকলক।
সুনান ইবনে মাজহা শরীফ পরতে নিচের (Click Here) বাটন এ ক্লিক করে (Ok) বাটন এ ক্লিক করুন।
★ ইবনে মাজহা ১ম খন্ড
★ ইআনে মাজহা ২য় খন্ড Click Here