তাশাহুদ (আত্তাহিয়াতু )

 তাশাহহুদ (আত্তাহিয়্যাতু)


التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

উচ্চারণ:

আত্তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত্-তাইয়িবাতু, আস-সালামু আলাইকা আইয়্যুহান-নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আস-সালামু আলাইনা ওয়া আ’লা ইবাদিল্লাহিস-সালিহীন, আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহু ওয়া রাসূলুহু

অর্থ:

সমস্ত সম্মান, সমস্ত দোয়া এবং সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য। হে নবী, আপনার প্রতি সালাম, আল্লাহর রহমত এবং বরকত। আমাদের এবং আল্লাহর নেক বান্দাদের প্রতি সালাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আল্লাহর বান্দা এবং রাসূল।

Post a Comment

نموذج الاتصال