রাসূল (ﷺ) এর রওজা জিয়ারত একটি বরকতময় আমল:

 .রাসূল (ﷺ) এর রওজা জিয়ারত একটি বরকতময় আমল:


কেননা তাঁর রওজা জিয়ারত পূর্নাঙ্গ বিশ্বাস স্থাপন করে করলে মু‘মিনের জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর (رضي الله عنه) হতে বর্ণিত রাসূল (ﷺ) ইরশাদ করেন- مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي -‘‘যে আমার রওজা যিয়ারত করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব।’’  

➤ দারেকুতনী, আস্-সুনান, ৩/৩৩৪ পৃষ্ঠা, হাদিস: ২৬৯৫, মুয়াস্সাতুর রিসালা, বয়রুত, লেবানন, প্রকাশ- ১৪২৪হিজরি।


এ হাদিস থেকে দূর থেকে সফর করে রওযা যিয়ারতের বৈধতা প্রমাণ হয়। 

➤ এ বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে ‘‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’’ ১ম খন্ডের ৪২৩-৪৪০ পৃষ্ঠা, দেখুন।

Post a Comment

نموذج الاتصال