তিরমিজি শরিফ

 



ইমাম তিরমিজি ছিলেন একজন পারসিক ইসলামি পণ্ডিত ও হাদিসবেত্তা। তিনি সুনান আল-তিরমিজী হাদিসগ্রন্থের সংকলক। এ গ্রন্থ কুতুব আল-সিত্তাহর অন্যতম এবং এটি সুন্নিদের মাঝে একটি সহিহ হাদিস গ্রন্থ হিসেবেও বিবেচিত হয়। এছাড়াও তিনি শামাইল মুহাম্মাদিয়াহ (শামাইল আত-তিরমিজি নামে পরিচিত) গ্রন্থের রচয়িতা। এটি একটি হাদিস গ্রন্থ। তবে এতে মুহাম্মদ সা. এর ব্যক্তি ও চরিত্র সম্পর্কে হাদিস রয়েছে। ইমাম তিরমিজি একজন দক্ষ আরবি ব্যকরণবিদও ছিলেন। আরবি ব্যাকরণে তিনি বসরার চেয়ে কুফার ধারার পক্ষপাতী ছিলেন।


সহিহ তিরমিজি শরিফ পরতে নিচের (Click Here) বাটন এ ক্লিক করে (Ok) বাটন এ ক্লিক করুন। 


★ তিরমিজি শরিফ ১ম খন্ড Click Here


★ তিরমিজি শরিফ ২য় খন্ড Click Here


★ তিরমিজি শরিফ ৩য় খন্ড Click Here


★ তিরমিজি শরিফ ৪র্থ খন্ড Click Here


★ তিরমিজি শরিফ ৫ম খন্ড Click Here


★ তিরমিজি শরিফ ৬ষ্ঠ খন্ড Click Here



Post a Comment

نموذج الاتصال