রাসুল (সল্লালাহু আলাহি ওয়া সাল্লাম) এর আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।
মানুষ সামাজিক জীব। তাই সমাজবদ্ধ হয়ে বসবাস করাই সহজাত প্রভৃতি। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাসুল (সল্লালাহু আলাহি ওয়া সাল্লাম) উনার আদর্শ অতীব জরুরী।
এ প্রসঙ্গে আল্লাহ পাক বলেন " নিশ্চইয় তোমাদের রাসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ "
যেকোন আদর্শ বাস্তবায়ন করার সহজতর উপায় হলো সংগঠন।আল্লাহ পাক মানুষ সৃষ্ঠি করেছেন একমাত্র উনার ইবাদাত করার জন্য। আল্লাহর এই কাজ করেছেন যুগে যুগে বিভিন্ন নবী রাসুলগন। ওনারা মানুষকে ইসলামের পতাকাতলে সংঘবদ্ধ করেছে। পরবর্তীতে ওলিল আমার অর্থাৎ ওলি আল্লহগন নবী রাসুলগন সে আদর্শ বাস্তবায়ন করার চেষ্ঠা করেছে তাই আল্লাহর রাসুল (সল্লালাহু আলাহি ওয়া সাল্লাম) উনার আদর্শ বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব।
তাই বাংলাদেশ সুন্নীসেনা সংগঠনের ও লক্ষ্য ও উদ্দেশ্য হলো রাসুল (সল্লালাহু আলাহি ওয়া সাল্লাম) উনার আদর্শ বাস্তবায়ন করে তা সমাজে প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্ঠি অর্জন করা।