নবীগণ ও আল্লাহর অলীগণ যে জীবিত তার বাস্তব প্রমাণ দেখুন



বিখ্যাত সাহাবী হযরত হাযর বিন আদি (রাদিয়াল্লাহু তায়ালা আনহু) ইয়েমেনের কিছু ওহাবীপন্থি লোক মাজারে যাওয়া হারাম বলে ২মে ২০১৩ সালে উনার রওজা ভেঙে ফেলে।
ভাঙার পর স্বিদ্ধান্ত নিল ওনার হাড্ডি তুলে
নদীতে ফেলে দিবে। এজন্য ওনার কবর খনন করা হল। যেই মাত্র খনন শেষ হল ওনার লাশ তাজা বেরিয়ে এল। ঠিক ঐভাবে তাজা বের হল যেইভাবে নতুন মানুষ কবর দিলে লাশ তাজা থাকে। যে ছবিটি দেখতে পাচ্ছেন ইনি কোন সাধারন মানুষ নন। তিনি রাসুলুল্লাহ (ﷺ) এর সম্মানিত সেই সাহাবী ছিলেন। শয়তান ওহাবীর দল ওনার মাযার ভেংগে দেয়ার পর হাজার হাজার বছর ধরে শায়িত থাকা সেই সাহাবীর লাশ মোবারকের দেখা মিলা। 

তাহলে বলুন নবীগণ, শহীদগণ ও আল্লাহর অলীগণ জীবিত মর্মে আহলুস সুন্নাহর আকিদার বাস্তবতা প্রমাণ পেল কিনা? 

Post a Comment

نموذج الاتصال