রুকুর তসবিহ৷

 রুকুর তাসবিহ


রুকূর জন্য হাদীছে অনেকগুলি দো‘আ এসেছে। তন্মধ্যে রুকূর জন্য বহুল প্রচলিত দো'আ হল -

 سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ 

উচ্চারণ:

সুবহা-না রব্বিয়াল ‘আযীম।

অর্থ:

মহা পবিত্র আমার প্রতিপালক যিনি মহান।

[আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/৮৮১]

এই দো‘আ তিনবার পড়বে। বেশির কোন সংখ্যা নির্দিষ্ট নেই। যত বার খুশি পড়তে পারেন।

[আহমাদ, আবুদাঊদ হা/৮৮৫; ইবনু মাজাহ হা/৮৮৮; আলবানী, সিফাত, ১১৩ পৃঃ, ‘রুকূর দো‘আ সমূহ’ অনুচ্ছেদ, টীকা-২ ও ৩।]

উল্লেখ্য যে, ঊর্ধ্বে দশবার পড়ার হাদীসটি ‘যঈফ’। 

[তিরমিযী, আবুদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৮৮০, ৮৮৩ ‘সালাত’ অধ্যায়-৪, ‘রুকূ‘অনুচ্ছেদ-১৩।] 

তবে রাসূলুল্লাহ (ছাঃ) জীবনের শেষদিকে এসে রুকূ ও সিজদাতে এমনকি সালাতের বাইরে অধিকাংশ সময় নিম্নোক্ত দো‘আটি পড়তেন।-

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنا وَبِحَمْدِكَ، اَللَّهُمَّ اغْفِرْ لِيْ- 

উচ্চারণ:

সুবহ-নাকা আল্লা-হুম্মা রব্বানা ওয়া বিহাম্দিকা, আল্লা হুম্মাগ্ফিরলী।

অর্থ:

হে আল্লাহ হে আমাদের প্রতিপালক! আপনার প্রশংসার সাথে আপনার পবিত্রতা ঘোষণা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন!

[মুত্তাফাক্ব ‘আলাইহ, মিশকাত হা/৮৭১; নায়লুল আওত্বার ৩/১০৬।]

এতদ্ব্যতীত নিম্নেরুকূর অন্যান্য দো‘আ সমূহএকত্রে একই সময়ে কিংবা পৃথকভাবে বিভিন্ন সময়ে পড়া যায়। যেমন-

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ وَبِحَمْدِهِ- 

উচ্চারণ:

সুবহানা রাব্বী ইয়াল আযীম ওয়াবেহামদীহী। (তিন বার)।-

سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّ الْمَلاَئِكَةِ وَالرُّوْحِ 

উচ্চারণ:

সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালা-ইকাতি ওয়ার রূহে। (মুসলিম)। -

اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعَظْمِيْ وَعَصَبِيْ- (مسلم وغيره)

উচ্চারণ:

আল্লাহুম্মা লাকা রকায়তু, ওয়াবিকা আ-মানাতু, ওয়া লাকা আ'সলামতু, খাশায়া লাকা সাম'ঈ ওয়া বাসরী ওয়া মুখ্‌খী ওয়া আজমী ওয়া আসবী।

[মুসলিম]

اَللَّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ أَسْلَمْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ، اَنْتَ رَبِّى خَشَعَ سَمْعِىْ وَبَصَرِىْ وَدَمِىْ وَلَحْمِىْ وَعَظْمِىْ وَعَصَبِىْ للهِ رَبِّ الْعَالَمِيْنَ-

উচ্চারণ:

আল্লাহুম্মা লাকা রাকা'তু ওয়া বিকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্‌কালতু, আনতা রাব্বী খাশায়া সামঈ ওয়া বাসরী ওয়া দামী ওয়া লাহমী ওয়া আজমী ওয়া আসবিল্লাহি রাব্বীল আ-লামী-ন। -

سُبْحَانَ ذِي الْجَبَرُوْتِ وَالْمَلَكُوْتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ 

উচ্চারণ:

সুবহানাযি জিল জাবারুত, ওয়াল মালাকুত, ওয়াল কিবরিয়াই, ওয়াল আজমাহ।

[তিরমিজি,আবু দাউদ]

Post a Comment

نموذج الاتصال