নিষিদ্ধ কাজ 🚫


 ১. আকিদা সংক্রান্ত নিষিদ্ধ কাজ:

- **শিরক**

  - সূরা লুকমান ৩১:১৩ - "শিরক মহা অন্যায়"

  - সহিহ বুখারি ৪৪৯৭ - "শিরককারী জান্নাতে প্রবেশ করবে না"

- **কুফরি** 

  - সূরা বাকারা ২:১৬১ - "কাফিরদের জন্য চিরস্থায়ী শাস্তি"

- **নিফাক** (মুনাফিকি)  

  - সূরা নিসা ৪:১৪৫ - "মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে"


 ২. ইবাদত সংক্রান্ত নিষেধ:

- **ইচ্ছাকৃত নামাজ ত্যাগ**  

  - সূরা মাউন ১০৭:৪-৫ - "ধ্বংস নামাজে অলসদের জন্য"

  - সহিহ মুসলিম ৮২ - "নামাজ ছেড়ে দিলে কুফরি"

- **রোজা ভঙ্গ করা**  

  - সহিহ বুখারি ১৯৩৩ - "ইচ্ছাকৃত রোজা ভঙ্গ করলে ৬০ দিন কাফফারা"

- **হজ্জ না করা সামর্থ্য থাকলে**  

  - সূরা আলে ইমরান ৩:৯৭ - "এটি আল্লাহর হক"


 ৩. আচার-ব্যবহার:

- **অভিশাপ দেওয়া**  

  - সহিহ মুসলিম ২৫৯৭ - "মুমিন অভিশাপকারী হয় না"

- **অন্যের দোষ তালাশ**  

  - সূরা হুজুরাত ৪৯:১২ - "তোমরা দোষ তালাশ করো না"

- **উপহাস করা**  

  - সূরা হুজুরাত ৪৯:১১ - "এক জাতি অন্য জাতিকে উপহাস করবে না"


 ৪. পোশাক-পরিচ্ছদ:

- **পুরুষের রেশম ও সোনা ব্যবহার**  

  - সহিহ বুখারি ৫৮৪৩ - "রেশম পরা হারাম পুরুষের জন্য"

- **স্ত্রীর পুরুষালী পোশাক ও পুরুষের স্ত্রীলোকের পোশাক**  

  - আবু দাউদ ৪০৯৮ - "যে নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে সে আমাদের দলভুক্ত নয়"


 ৫. খাদ্য-পানীয়:

- **জীবনীশক্তি নাশক পানীয়**  

  - সূরা মায়িদাহ ৫:৯০ - "মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য-তীর শয়তানের কাজ"

- **হিংস্র প্রাণীর মাংস**  

  - সহিহ মুসলিম ১৯৩৪ - "প্রত্যেক নখর বিশিষ্ট প্রাণী হারাম"


 ৬. আর্থিক লেনদেন:

- **জুয়া খেলা**  

  - সূরা মায়িদাহ ৫:৯০ - "এটি অপবিত্র"

- **ঘুষ নেওয়া-দেওয়া**  

  - সহিহ বুখারি ৬৪৭৭ - "ঘুষদাতা ও গ্রহীতা উভয়ে জাহান্নামি"


৭. সামাজিক সম্পর্ক:

- **আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা**  

  - সহিহ বুখারি ৫৯৮৪ - "রহমতের ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করে না যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে"

- **প্রতিবেশীকে কষ্ট দেওয়া**  

  - সহিহ মুসলিম ৪৭ - "যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়"


৮. বিবাহ সংক্রান্ত:

- **মহর না দেওয়া**  

  - সূরা নিসা ৪:৪ - "স্ত্রীদের তাদের মহর দিয়ে দাও"

- *স্থয়ীভাবে বিবাহহীন থাকা**  

  - সহিহ বুখারি ৫০৬৬ - "বিয়ে আমার সুন্নত, যে এ থেকে মুখ ফিরায় সে আমার দলভুক্ত নয়"


৯. চিকিৎসা সংক্রান্ত:

- **অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রয়**  

  - ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ - "মানব অঙ্গ বিক্রয় হারাম"

- **গর্ভপাত করানো**  

  - ফিকহুস সুন্নাহ - "ভ্রূণ হত্যা হারাম"


১০. প্রযুক্তি ব্যবহার:

- **অশ্লীল ছবি দেখা**  

  - সহিহ মুসলিম ২৬৫৮ - "চোখের যিনা দেখা"

- **অন্যের গোপনীয়তা উন্মোচন**  

  - সূরা হুজুরাত ৪৯:১২ - "গোপনীয়তা সন্ধান করো না"


১১. পরিবেশ সংক্রান্ত:

- **অকারণে গাছ কাটা**  

  - সুনানে আবু দাউদ ৫২৩৯ - "যে বৃক্ষ ছায়া দেয় তাকে অকারণে কেটো না"

- **পানি অপচয়**  

  - সহিহ ইবনে মাজাহ ৪২৫ - "নদীর কিনারায়ও পানি অপচয় করো না"


১২. পেশাগত:

- **ছবি তোলার পেশা**  

  - সহিহ বুখারি ৫৬১০ - "ছবি তৈরি কারীর উপর কিয়ামত দিন কঠিন শাস্তি"

- **জ্যোতিষশাস্ত্র**  

  - সূরা জিন ৭২:৮ - "আকাশ স্পর্শ করলে আমরা তাকে আগুনে পুড়িয়ে দেব"


 ১৩. বিশেষ অবস্থা:

- **হায়েজ অবস্থায় সহবাস**  

  - সূরা বাকারা ২:২২২ - "হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাক"

- **ইহরাম অবস্থায় শিকার**  

  - সূরা মায়িদাহ ৫:৯৫ - "ইহরাম অবস্থায় শিকার করা নিষিদ্ধ"


 ১৪. মৃত্যু পরবর্তী:

- **মৃতের জন্য উচ্চস্বরে কান্নাকাটি**  

  - সহিহ বুখারি ১২৯৩ - "মৃত ব্যক্তি তার পরিবারের কান্নাকাটির কারণে শাস্তি পায়"

- **কবর পাকা করা**  

  - সুনানে আবু দাউদ ৩২২৬ - "কবরকে মসজিদ বানানো ও তাতে আলোকসজ্জা করা নিষিদ্ধ"


১৫. রাজনৈতিক:

- **অন্যায়ভাবে শাসন করা**  

  - সূরা নিসা ৪:৫৮ - "আমানত তার হকদারকে দাও"

- **বিদ্রোহ করা**  

  - সহিহ মুসলিম ১৮৪৯ - "ইমামের আনুগত্য করা ওয়াজিব"


১৬. লেনদেন ও ব্যবসায়িক নিষিদ্ধ কাজ:

- **ধোঁকা দেওয়া (গবন)**

  - সহিহ মুসলিম ১৫১ - "যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়"

- **মাপে কম দেওয়া**

  - সূরা মুতাফফিফিন ৮৩:১-৩ - "ধ্বংস সেইসব মানুষের জন্য যারা মাপে কম দেয়"

- **অদৃশ্য পণ্য বিক্রয় (গারার)**

  - সুনানে আবু দাউদ ৩৫০৩ - "অদৃশ্য পণ্য বিক্রয় নিষিদ্ধ"


 ১৭. সামাজিক আচরণ:

- **হিংসা-বিদ্বেষ পোষণ**

  - সহিহ বুখারি ৬০৪৫ - "হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে"

- **অনুমতি ছাড়া অন্যের ঘরে প্রবেশ**

  - সূরা নূর ২৪:২৭ - "অনুমতি না নিয়ে কারো ঘরে প্রবেশ করো না"

- **প্রচার করা (নামিমাহ)**

  - সূরা কালাম ৬৮:১১ - "চোগলখোরের অনিষ্টতা থেকে বেঁচে থাক"


 ১৮. পরিবার সংক্রান্ত:

- **সন্তানের প্রতি অবিচার**

  - সুনানে আবু দাউদ ৫১৪ - "তোমরা সকলেই দায়িত্বশীল এবং সকলকেই জিজ্ঞাসা করা হবে"

- **স্ত্রীকে মারধর করা**

  - সুনানে ইবনে মাজাহ ১৯৮৫ - "তোমরা কী স্ত্রীদেরকে দাস মনে কর?"


 ১৯. চিকিৎসা ও স্বাস্থ্য:

- **আত্মহত্যা**

  - সূরা নিসা ৪:২৯ - "তোমরা নিজেদের হত্যা করো না"

  - সহিহ বুখারি ৫৭৭৮ - "যে ব্যক্তি নিজেকে ফাঁসি দেয়, সে জাহান্নামে অনুরূপ শাস্তি ভোগ করবে"

- **অঙ্গ-প্রত্যঙ্গ বিকৃতি**

  - সহিহ মুসলিম ২৬৭৭ - "অঙ্গহানিকারীদের উপর লানত"


 ২০. প্রাণী সংক্রান্ত:

- **প্রাণীকে নির্যাতন**

  - সহিহ মুসলিম ১৯৫৫ - "এক নারীকে বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে"

- **অকারণে প্রাণী হত্যা**

  - সহিহ মুসলিম ১৯৫৭ - "কোনো পাখিকে খেলার জন্য গুলি করো না"


### ২১. জ্ঞান চর্চা:

- **জ্ঞান গোপন করা**

  - সূরা বাকারা ২:১৫৯ - "যারা জ্ঞান গোপন করে, আল্লাহ তাদের উপর লানত করেন"

- **মিথ্যা হাদিস বর্ণনা**

  - সহিহ বুখারি ১০৬ - "যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে, সে জাহান্নামে তার স্থান তৈরি করুক"


### ২২. বিশেষ অবস্থা:

- **ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার**

  - সহিহ মুসলিম ১১৮১ - "ইহরামকারী সুগন্ধি ব্যবহার করবে না"

- **যুদ্ধক্ষেত্রে পলায়ন**

  - সূরা আনফাল ৮:১৫-১৬ - "যারা যুদ্ধের দিন পিঠ দেখায়, তারা আল্লাহর ক্রোধের শিকার"


### ২৩. ধর্মীয় প্রতীক:

- **ক্রুশ ধারণ বা প্রদর্শন**

  - সহিহ মুসলিম ৫৫৪ - "নবী ﷺ ক্রুশ দেখলে তা ভেঙে দিতেন"

- **মূর্তি সংরক্ষণ**

  - সহিহ বুখারি ২৪৭৮ - "যে ঘরে কুকুর বা মূর্তি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না"


### ২৪. আধুনিক বিষয়:

- **অনলাইন অপরাধ**

  - সূরা হুজুরাত ৪৯:১২ - "অন্যের দোষ অনুসন্ধান করো না"

- **ডিজিটাল জালিয়াতি**

  - সূরা বাকারা ২:১৮৮ - "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না"


### ২৫. রাষ্ট্রীয় বিষয়:

- **গাদ্দারি (বিশ্বাসঘাতকতা)**

  - সূরা আনফাল ৮:৫৮ - "বিশ্বাসঘাতকদেরকে কখনোই পছন্দ করো না"

- **কর ফাঁকি দেওয়া**

  - সহিহ বুখারি ২৯৫৮ - "যে আমাদের কর্মচারী সে যেন বিবাহ করে, সন্তান থাকলে চাকর রাখে, বাসস্থান না থাকলে তা তৈরি করে"


### ২৬. পরিবেশ:

- **নদীতে মলমূত্র ত্যাগ**

  - সুনানে আবু দাউদ ৩৭১ - "তিনটি জায়গায় মলত্যাগ করা নিষিদ্ধ"

- **বায়ু দূষণ সৃষ্টি**

  - সূরা রূম ৩০:৪১ - "মানুষের কৃতকর্মের দরুন জলে-স্থলে বিপর্যয় ছড়িয়েছে"


### ২৭. শিল্প-সাহিত্য:

- **অশ্লীল গান-বাজনা**

  - সুনানে ইবনে মাজাহ ৪০২৫ - "গান-বাজনা হৃদয়ে মুনাফেকি সৃষ্টি করে"

- **মূর্তি নির্মাণ**

  - সহিহ বুখারি ২২২৫ - "কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি পাবে মূর্তি নির্মাতারা"


### ২৮. পোশাক-আশাক:

- **স্ত্রীদের পুরুষদের সাদৃশ্য গ্রহণ**

  - সুনানে আবু দাউদ ৪০৯৮ - "যে নারী পুরুষের সাদৃশ্য গ্রহণ করবে, সে আমাদের দলভুক্ত নয়"

- **টাইট পোশাক পরা**

  - সুনানে নাসায়ী ৫৩৩৮ - "যে নারী শরীর প্রদর্শনকারী পোশাক পরবে, আল্লাহ তাকে জান্নাতের সুগন্ধিও দেবেন না"


### ২৯. খেলাধুলা:

- **অশ্লীল খেলা দেখা**

  - সূরা নূর ২৪:৩০ - "দৃষ্টি নত রাখ"

- **জানোয়ারদের লড়াই দেওয়া**

  - সুনানে আবু দাউদ ২৫৬২ - "প্রাণীদেরকে পরস্পর লড়াই করানো নিষিদ্ধ"


### ৩০. বিশেষ নিষেধ:

- **অন্ধ অনুসরণ (তাকলিদ)**

  - সূরা বাকারা ২:১৭০ - "যখন তাদেরকে বলা হয়, তখন তারা বলে: আমরা তো আমাদের পূর্বপুরুষদেরকে এভাবেই পেয়েছি"

- **অহেতুক শপথ**

  - সূরা নাহল ১৬:৯৪ - "আল্লাহকে জামিন বানিয়ে শপথ করো না"


### ৩১. চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত:

- **অঙ্গ বিক্রয় করা**  

  (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ ২৩/৪০৩)

- **রক্ত বা অঙ্গ দূষিত করা**  

  (সূরা বাকারা ২:১৯৫ - "নিজেদের হাতে ধ্বংসে নিক্ষেপ করো না")


### ৩২. প্রযুক্তি ও আধুনিক বিষয়:

- **অন্যের পাসওয়ার্ড হ্যাক করা**  

  (সূরা হুজুরাত ৪৯:১২ - "গোপনীয়তা সন্ধান করো না")

- **ডিজিটাল পাইরেসি (চুরি)**  

  (সূরা মায়িদাহ ৫:৩৮ - "চোরের হাত কাট")


### ৩৩. খাদ্য ও পানীয়:

- **জেনে শুনে হারাম খাওয়া**  

  (সূরা বাকারা ২:১৭৩ - "নিশ্চয় হারাম করা হয়েছে তোমাদের মৃত প্রাণী")

- **খাওয়ার আগে বিসমিল্লাহ না বলা**  

  (সহিহ মুসলিম ২০২২ - "শয়তান খায় যে খাবারে বিসমিল্লাহ বলা হয়নি")


### ৩৪. সামাজিক মাধ্যম:

- **অন্যের ছবি অনুমতি ছাড়া পোস্ট করা**  

  (সূরা নূর ২৪:১৯ - "যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়ায়")

- **মিথ্যা খবর ছড়ানো**  

  (সূরা হুজুরাত ৪৯:৬ - "যদি কোনো ফাসিক তোমাদের কাছে সংবাদ আনে")


### ৩৫. পরিবেশ ও প্রকৃতি:

- **অকারণে পানি দূষণ করা**  

  (সূরা আরাফ ৭:৫৬ - "জলে-স্থলে বিপর্যয় সৃষ্টি করো না")

- **বন্যপ্রাণীর আবাস নষ্ট করা**  

  (সূরা নাহল ১৬:৫ - "তিনি জীবজন্তু সৃষ্টি করেছেন যা তোমরা ব্যবহার কর")


### ৩৬. পেশাগত:

- **ডাক্তারের গোপনীয়তা ভঙ্গ**  

  (সূরা নিসা ৪:৫৮ - "আমানত তার হকদারকে দাও")

- **ওকালতে মিথ্যা বলা**  

  (সূরা হাজ্জ ২২:৩০ - "মিথ্যা কথা থেকে বেঁচে থাক")


### ৩৭. শিক্ষা ক্ষেত্র:

- **পরীক্ষায় নকল করা**  

  (সূরা বাকারা ২:৪২ - "সত্যকে মিথ্যার সাথে মিশিয়ো না")

- **অন্যের গবেষণা চুরি**  

  (সূরা নিসা ৪:২৯ - "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না")


### ৩৮. অর্থনৈতিক:

- **মুদ্রা জাল করা**  

  (সূরা ইউসুফ ১২:৭২ - "আমরা রাজার পানপাত্র হারিয়েছি")

- **অনুপস্থিতিতে বেতন কাটা**  

  (সহিহ বুখারি ২২৭৯ - "কর্মচারীকে তার ঘাম শুকানোর আগেই মজুরি দাও")


### ৩৯. যানবাহন:

- **গাড়িতে হারাম মিউজিক বাজানো**  

  (সূরা লুকমান ৩১:৬ - "অনর্থক কথাবার্তা দ্বারা যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে")

- **ট্রাফিক আইন ভঙ্গ**  

  (সূরা নিসা ৪:৫৯ - "আল্লাহ, রাসূল ও উলিল আমরের আনুগত্য কর")


### ৪০. বিশেষ ঘটনা:

- **ধর্মীয় অনুষ্ঠানে অপচয়**  

  (সূরা আরাফ ৭:৩১ - "খাও, পান কর, তবে অপচয় করো না")

- **কবরস্থানে ফটো তোলা**  

  (সুনানে আবু দাউদ ৩২৩৬ - "কবরকে পূজার স্থান বানিও না")


### ৪১. পশুপালন:

- **প্রাণীকে ক্ষুধার্ত রাখা**  

  (সহিহ মুসলিম ১৯৫৫ - "এক নারীকে বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে")

- **প্রাণীর শরীরে দাগ দেওয়া**  

  (সহিহ মুসলিম ২১১৭ - "প্রাণীকে দাগ দিও না")


### ৪২. ক্রয়-বিক্রয়:

- **অনলাইন পেমেন্টে ধোঁকা**  

  (সূরা মুতাফফিফিন ৮৩:১-৩ - "ধ্বংস সেইসব মানুষের জন্য যারা মাপে কম দেয়")

- **ভুয়া রিভিউ দেওয়া**  

  (সূরা বাকারা ২:১৮৮ - "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না")


### ৪৩. পরিবার পরিকল্পনা:

- **স্থায়ীভাবে সন্তান নিবৃত্তি**  

  (ফাতাওয়া ইবনে উসাইমীন ১/৩০৫ - "স্থায়ীভাবে বন্ধ্যাত্ব হারাম")

- **অবৈধ গর্ভধারণ**  

  (সূরা ইসরা ১৭:৩২ - "ব্যভিচারের কাছেও যেও না")


### ৪৪. শিল্পকলা:

- **মানুষের মূর্তি তৈরি**  

  (সহিহ বুখারি ৫৯৫৪ - "মূর্তিকাররা জাহান্নামি")

- **অশ্লীল শিল্পকর্ম**  

  (সূরা নূর ২৪:৩০ - "তোমরা দৃষ্টি নত রাখ")


### ৪৫. ভ্রমণ:

- **হারাম স্থানে পর্যটন**  

  (সূরা হাজ্জ ২২:৩০ - "বাতিল কাজ থেকে দূরে থাক")

- **মহিলার মাহরাম ছাড়া ভ্রমণ**  

  (সহিহ বুখারি ১০৮৮ - "কোনো নারী যেন তিন দিনের বেশি ভ্রমণ না করে")


### ৪৬. সময় ব্যবস্থাপনা:

- **অনর্থক সময় নষ্ট**  

  (সূরা আসর ১০৩:১-৩ - "সময়ের শপথ, মানুষ ক্ষতিতে")

- **নামাজের সময় কাজ করা**  

  (সূরা মাউন ১০৭:৪-৫ - "নামাজে যারা অলস")


### ৪৭. পানি সম্পদ:

- **কূপে ময়লা ফেলা**  

  (সুনানে আবু দাউদ ৩৭১ - "তিনটি স্থানে মলত্যাগ নিষিদ্ধ")

- **অন্যের পানির অধিকার কেড়ে নেওয়া**  

  (সূরা কামার ৫৪:২৮ - "তাদের মধ্যে পানি বণ্টন করা হয়েছে")


### ৪৮. বিনোদন:

- **প্রাণীর রেস বাজি**  

  (সূরা মায়িদাহ ৫:৯০ - "জুয়া শয়তানের কাজ")

- **অশ্লীল ভিডিও দেখা**  

  (সূরা নূর ২৪:৩০ - "তোমরা দৃষ্টি নত রাখ")


### ৪৯. রাজনীতি:

- **গণতন্ত্রে অংশগ্রহণ**  

  (ফাতাওয়া নুরুন আলাদ দারব ১/৪৩৫ - "মানব তৈরি আইন মানা শিরক")

- **অন্যায় যুদ্ধ ঘোষণা**  

  (সূরা বাকারা ২:১৯০ - "আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না")


### ৫০. শেষ বিধান:

- **কোনো হারাম কাজকে হালাল মনে করা**  

  (সূরা নাহল ১৬:১১৬ - "তোমরা মিথ্যা বলো না নিজেদের জিহ্বায়")

- **ইসলামি বিধান নিয়ে ঠাট্টা**  

  (সূরা তাওবা ৯:৬৫-৬৬ - "তারা বলে আমরা তো শুধু মজা করছিলাম")


এই তালিকা সম্পূর্ণ করার জন্য ইসলামিক স্কলারদের রেফারেন্স:

1. আল-ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু - ড. ওয়াহবা যুহাইলি

2. রদ্দুল মুহতার - ইবনে আবিদীন

3. ফাতাওয়া আরকানুল ইসলাম - ইবনে উসাইমীন

4. তাফসির ইবনে কাসির

Post a Comment

Previous Next

نموذج الاتصال