কুরবানী প্রসঙ্গে কতিপয় হাদিস

 






(১) হজরত  আবু        হুরায়রা  رضي   الله   عنه    হতে   বর্ণিত।       হুজুর   ﷺ বলেছেন   - সামর্থ    থাকা   সত্ত্বেও যে ব্যক্তি    কুরবানী করবেনা সে   যেন আমার ঈদগাহের নিকটে না আসে। (ইবনে মাজাহ শরীফ) 

(২) হজরত আয়েশা رضي الله عنها হতে বর্ণিত। হুজুর ﷺ বলেছেন - আল্লাহর  নিকট আদম  সন্তানের সবচেয়ে   প্রিয়  আমল হলো কুরবানীর দিনে কুরবানী করা। (তিরমিজী ও ইবনে মাজাহ শরীফ) 

(৩)   হজরত ইমাম    হাসান        رضي   الله  عنه  হতে        বর্ণিত।   হুজুর ﷺ বলেছেন  -   যে    ব্যক্তি  সওয়াবের  উদ্দেশ্যে    আনন্দ  সহকারে  কুরবানী করেছে সে জাহান্নাম হতে নিষ্কৃতি পেয়েছে। (তিবরানী শরীফ) 

(৪)  হজরত  ইবনু  আব্বাস رضي        الله عنه   হতে   বর্ণিত।    হুজুর       ﷺ বলেছেন - সবচেয়ে উত্তম পয়সা হলো     তা  যা ঈদের দিন কুরবানীতে খরচ করা হয়। (তিবরানী শরীফ) 

(৫)   হজরত     উম্মে  সালামা   رضي الله   عنها হতে   বর্ণিত।     হুজুর    ﷺ বলেছেন  -   যে   ব্যক্তি  জিলহাজের   চাঁদ  দেখেছে  এবং কুরবানী করার ইচ্ছা     করেছে,   সে যেন  কুরবানী করার    পূর্বে  চুল ও নখ      না      কাটে। (তিরমিজী ও নাসায়ী শরীফ) 

(৬)  হজরত আব্দুল্লাহ বিন মাসাউদ رضي  الله   عنه  হতে বর্ণিত। হুজুর ﷺ বলেছেন   - গরু ও          উট সাত       জনের   পক্ষ হতে    কুরবানী     করা জায়েজ। (তিবরানী শরীফ) 

(৭) হজরতে   ইবনু     আব্বাস  رضي     الله     عنه  হতে বর্ণিত।   হুজুর  ﷺ বলেছেন -      কান     কাটা ও     শিং ভাঙা  পশুর   কুরবানী   করা  যাবে   না। (ইবনে মাজাহ শরীফ) 

Post a Comment

Previous Next

نموذج الاتصال